
এনায়েত করিম : টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নাগরিক অধিকার সুরক্ষা কমিটি কালিহাতী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের সহধর্মিণী নুরুন্নাহার মোহন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মেহেদী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গণি আরোহী, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়জীদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ পারখী ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত করিম প্রমুখ স্মরণ সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

এনায়েত করিম 


















