
ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন এবং মূল দলিল থেকে সরে গেছেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের আইনি মর্যাদা কী হবে, তা বিচার বিভাগই নির্ধারণ করবে।তিনি আরও প্রশ্ন তোলেন, “এটার আইনি ভিত্তি কতটুকু, সেটি নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি।যেহেতু এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, তাই এটিকে ঐক্যমতের বিষয় বলা যায় না, মন্তব্য করেন বিএনপির এই নেতা।এছাড়া সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তে বিএনপি একমত হলেও, গণভোটের প্রশ্নপত্রে থাকা ‘পিআর’ (Proportional Representation) পদ্ধতি নিয়ে দলটির মধ্যে ভিন্নমত আছে বলে জানান তিনি।তার দাবি,পিআর পদ্ধতি নিয়ে ‘হ্যাঁ বা না’ বলার প্রস্তাব জনগণের ওপর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এটি জুলাই সনদের স্পষ্ট লঙ্ঘন।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,স্বাক্ষরিত জুলাই সনদের বর্হিভূত কোনো জবরদস্তিমূলক প্রস্তাব আরোপ করা হলে, তা মানতে কোনো রাজনৈতিক দল বাধ্য নয়।”

এনায়েত করিম টার্গেট প্রোপার নিউজ 




















